May 13, 2025, 11:01 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৪টি ক্রিড়া সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন পানছড়ি ৩নং সদর ইউনিয়ন পরিষদ।
শনিবার (২৯ অঅক্টোবর) সকাল ১০ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।এই ক্রিড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল,নেট,জার্সি,ক্রিকেট ব্যাট,স্টাম্পসহ ইত্যাদি।
এই সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা,৮ নং ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল বাশার, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।