April 29, 2025, 9:08 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সন্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানার দক্ষতায় জমে উঠেছে বানারিপাড়া উপজেলা। সন্মেলন কেন্দ্র করে আওয়ামী পরিবারে যেন উৎসবের আমেজ লেগেছে। বানারীপাড়া ব্যাতীত বরিশাল সংযোগ সড়কে সাজসাজ রব বিরাজ করছে। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল নির্মান করা হয়েছে। যেখানে সকল কাউন্সিলর ডেলিগেটদের বসার পরেও অতিথি ও সুধিজনের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এ যাবৎ পর্যন্ত প্রায় ২৮ টি দৃষ্টি নন্দন তোরন নির্মান করা হয়েছে । সম্মেলনের তারিখ ঘোষনার পর থেকে উপজেলা কার্যালয় সার্বক্ষনিক কর্মীদের পদচারনায় মুখরিত থাকে। বিভিন্ন ইউনিয়নে সভা করে নেতা কর্মীদের উজ্জীবিত করা হয়েছে। কাউন্সিলর ডেলিগেটদের জন্য আলাদা আলাদা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিভাবক, মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল -২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যডভোকেট বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুচ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সম্মানীত সদস্য উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। সঞ্চালনা করবেন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। সম্মেলনের প্রস্তুতির বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, সম্মেলনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইনশাল্লাহ একটি সুন্দর ও সফল সম্মেলন উপহার দিতে পারব। সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন বানারীপাড়া আওয়ামীলীগে কোন গ্রুপিং বা দলীয় কোন্দল নেই। সকলেই আমরা এক পতাকা তলে সমবেত রয়েছি। কমিটি গঠনের বিষয়ে বলেন, আমাদের দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি বানারীপাড়া আওয়ামীলীগ সম্পূর্ন আস্থাশীল। তিনি যে ভাবে নির্দেশনা দিবেন সেভাবেই কমিটি গঠিত হবে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: