February 15, 2025, 5:21 pm
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এম পি মোঃ শাহে আলম। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলী,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার, মকবুল হোসেন মৃধা ও জগন্নাথ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।