February 15, 2025, 7:15 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে ৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে ৫জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চরখোদ্দা গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছেলে ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান, খামার ধুবনী গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিল সরকার ও বোয়ালী বাজারের মৃত দছিজল হকের ছেলে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি জহুরুল ইসলাম। এব্যাপারে তদন্ত ওসি মোঃ সেরাজুল হক গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।