January 15, 2025, 10:25 am
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,
স্বরূপকাঠিতে নৌ পুলিশের আয়োজনে জেলেদের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের নৌ পুলিশের খুলনা অঞ্চরের পুলিশ সুপার মো. শরীফুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই সভায় বক্তৃতা করেন। এসময় আরো বক্তৃতা করেন নৌ পুলিশের নেছারাবাদ এলাকার পরিদর্শক শেখ মো. এহতেশামুল ইসলাম, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। এসময় মা ইলিশ নিধর বন্ধে উপকারিতা সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। এসময় উপস্থিত জেলেরা মাা ইলিশ ও ঝাটকা মাছ না ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তিনি সন্ধ্যা নদীতে
অভিযান চালিয়ে একটি জাল আটক করে পুড়িয়ে দেন। এসময় ওই জালে পাওয়া ইলিশ মাছ স্থানীয় ইয়াতিম খানায় বিতরন করা হয়। তিনি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লখ্যে লিফলেট ও তার ফোন সম্বর সম্বলিত কার্ড বিতরন করেন।###