April 19, 2025, 7:49 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পৃথকভাবে শেখ রাসেল দিবস পালন করেছেন। ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ। অনদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুণীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেল মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। পরে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।