March 25, 2025, 9:12 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে সাজাপ্রাপ্ত ১ বছরের এক আসামী মোঃআবুল হোসেনকে (,২৫) গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ। সে ছনটিলা এলাকার মোঃশহীদুল্লাহ্ এর ছেলে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টার সময় পানছড়ি পানছড়ি থানা ওসি আনচারুল করিম এর নির্দেশনায় ও এ এস আই কামরুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩নং সদর ইউনিয়ন এর ছনটিলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,গত ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে , ৩২৩/৩৪ ধারায় পেনাল কোড এ ১ বছরের সাজা প্রাপ্ত আসামী ছিলো।সে এতোদিন পলাতক ছিলো।পানছড়ি থানায় মামলা নম্বর ৫।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন আমরা গোপন
সংবাদের মাধ্যমে পলাতক থাকা আসামী আবুল হোসেনকে গ্রেফতার করি।তাকে কোর্টে প্রেরণ করা হবে।