March 23, 2023, 11:30 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ ঃ পাবনার সুজানগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামকে নিজের লেখা কাব্যগ্রন্থ (কবিতার বই) উপহার দিলেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর তিনি তার লেখা স্বর্ণালী কাব্য কবিতার বইটি উপহার স্বরুপ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি এবং মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।