January 15, 2025, 8:43 am
বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত করায় আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শুভেচ্ছা জানিয়েছেন নাজনীন হক মিনু। জানা যায় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৩ই অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় বানারীপাড়া উপজেলা ও পৌরসভার মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে উপজেলা পূর্নাঙ্গ ও পৌরসভার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,সহ-সভাপতি নাজনিন হক মিনু, শাহনাজ পারভীন, অধ্যাপিকা আনোয়ার কলি ঝুমুর, সন্ধ্যা রানী মিস্ত্রি, শিউলি রহমান পুতুল, সাধারণ সম্পাদক সারা বুলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, মোসাম্মৎ সালমা, সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, অপু হালদার, পারভিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহানারা বেগম, দপ্তর সম্পাদক নাজনিন নাহার পলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলো রানী বণিক ,আইন বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সাফিয়া খানম, মা ও শিশু বিষয়ক সম্পাদক ইয়াসমিন সুলতানা, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক লীনা আক্তার। এছাড়াও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে রুবীনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার রেখে ঘোষণা করা হয়।
কমিটিতে নাজনীন হক মিনুকে সিনিয়র সহসভাপতি করায় মিনু জানান দীর্ঘদিন পরে তারা নতুন কমিটি পেয়ে আনন্দিত। এছাড়াও তিনি নতুন কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বলেন আমি আমার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’কে প্রথমেই জানাই প্রানঢালা শুভেচ্ছা। তিনি আমাদের দীর্ঘদিনের দাবী পূরন করেছেন এতে আমরা অনেক আনন্দিত। আমি সৃষ্টিকর্তার কাছে তার দীর্ঘায়ু কামনা করছি ও আমাদের নতুন কমিটিকে যারা শুভেচ্ছা ও অভিনন্দন তাদের সকলের প্রতি রইল শুভ কামনা।