March 23, 2023, 11:46 am
দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরগঞ্জে মতবিনিময় করেন।
বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ১১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।
এসময় ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যা, পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
এসময় দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, এক সময় জনপ্রতিনিধিদের সমাজসেবা করা খুব কঠিন ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে জনপ্রতিনিধিদের জনসেবা করা সহজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ইউপি চেয়ারম্যান ও মেম্বার, পৌর মেয়র ও কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে জেলা পরিষদের ভোটার করেছেন। কিন্তু আমি জেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় দীর্ঘ সাড়ে ১০ বছর জনগনের জন সেবা করে গেছি। এই সময়ে আমি একটি পয়সা পর্যন্ত দুর্নীতি করি নাই। কেউ এধরনের প্রমাণ দিতে পারবে না। জেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় আমার কাছে যা বাজেট আসছে তা আমি সকল ইউনিয়ন পরিষদে সমানভাবে বন্টন করে দিয়েছি। আমাকে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ