February 5, 2025, 8:52 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শারদীয় দুর্গাপূজার পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় সভায় বক্তৃতা করেন, ইন্সট্রাক্টর রিসোর্সসেন্টার মোঃ ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, মোঃ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সম্পাদক মোঃ নুরুজ্জানান, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, আশুতোষ কুমার মন্ডল, সৌরভ রায়, মোঃ হাফিজুল ইসলাম, অলোক মৃধা, মোঃ লুৎফর রহমান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিএম আক্তার হোসেন, সম্পাদক এসএম আসাদুল্লাহ মিঠু, মোঃ রফিকুল ইসলাম, রতেœশ্বর সরকার সহ ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন, পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার।