July 6, 2025, 6:48 am
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
মাথা একটি। কিন্তু মুখ দুটি! দুই মুখ ওয়ালা এমন একটি মহিষের বাচ্চা জন্ম নিয়েছে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে।
রোববার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টন গ্রামের কৃষক কাঞ্চন সিকদারের একটি মহিষ দুই মুখওয়ালা একটি বাচ্চা প্রসব করে।
দুই মুখ ওয়ালা বিরল এই মহিষের বাচ্চাটিকে দেখতে কৃষক কাঞ্চনের বাড়িতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।
তবে বাচানো গেলোনা মহিষের বাচ্চাটি। রাত ১২টার দিকে শাবকটির মৃত্যু হয়।
কৃষক কাঞ্চন সিকদার জানান, তার গোয়ালে বর্তমানে ৭টি মহিষ রয়েছে। এর মধ্যে একটি মহিষ গর্ভধারণ করে। রোববার বিকেলে মহিষটি বাচ্চা প্রসব করে। এভাবে দুথমুখো মহিষের বাচ্চা আমার বাড়িতে জন্ম নেবে এটা কখনো ভাবিনি। বাচ্চাটির পা, কান, চোখ এবং শরীর স্বাভাবিকই ছিলো। শুধু মুখ ছিলো দুটি এবং নাখ ছিলো চারটি। তবে মহিষের বাচ্চাটিকে বাচানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হলাম।
চর বেষ্টনি গ্রামের বাসিন্দা কবির হাওলাদার বলেন, মহিষের দুমুখো বাচ্চা হয়েছে শুনে আমরা কাঞ্চন সিকদারের বাড়িতে যাই। মহিষের বাচ্চাটি উঠে দাঁড়াতে পারছিলো না। তবে ভালোভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছিলো। দুই মুখওয়ালা মহিষের বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা এই প্রথম দেখলাম। এর আগে এমন ঘটনা কখনো শুনিনি।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।