March 27, 2023, 7:47 pm
আজমিরীগঞ্জ প্রতিনিধি াা আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে উপজেলার ৪’শ পরিবারকে ৪’শ বান্ডিল ঢেউটিন বিতরণ ও ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
২ অক্টোবর শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এ ধরণের উপজেলার ৪’শ পরিবারকে ঢেউটিন ও জনপ্রতি ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়য়ের অধীনে এ ত্রান বিতরণ করা হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা, সুমি। প্রধান অতিথি ছিলেন, বানিয়াচং -আজমিরীগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহম্মেদখেলু শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান নলি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।