February 15, 2025, 8:03 am
আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
আজমিরীগঞ্জে গুচ্ছগ্রাম স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে কৃষকরা
১০ সেপ্টেম্বর দুপুরে আজমিরীগন্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারুল হোসেনের নেতৃত্বে পরিষদের মেম্বার কৃষক সহ শতাধিক গ্রামবাসি জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে।
জানা যায়, জনপ্রসশান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গুচ্ছ গ্রাম সিভিআরপি প্রকল্পটি বর্তমান সরকারের অগ্রাধিকার পাওয়া একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় ঘর তৈরি করে ভূমিহীনদের দেওয়া হয়েছে। গৃহহীনদের জন্য গ্রোথ সেন্টার, নলকূপ, পুকুর খননসহ সবধরনের ব্যবস্হা দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্মকর্তা মোহাম্মদ আলী বিগত ৬-৯-২২ তারিখে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট ভাটিপাড়া গ্রামের অদূরে খাস জমি পরিদর্শন করে প্রকল্প এলাকা চুড়ান্ত করা হয়। উল্লেখ্য ৪থ পর্যায়ে ১৩০ টি ঘর তৈরি করা হবে বলে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া গৃহীত হয়। কিন্তু গুচ্ছ গ্রাম স্থাপনের জায়গায়টির আশপাশের গ্রামের ৫ শতাধিক কৃষক পরিবারের একটি গোচরনভূমি ও গুরুত্বপূর্ণ মাঠ। ঐ মাঠে ধান মারাই, শুকনো খর শুকানোসহ কৃষকদের বেচে থাকার অবলম্বন। এছাড়া তরুণ প্রজন্মের ও যুবকের একমাএ খেলার মাঠ বিকল্প কোন খেলার মাঠ নেই। জেলা প্রশাসক মহোদয় এর নিকট আকুল আবেদন গুচ্ছ গ্রাম প্রকল্পটি অন্য জায়গায় স্থানান্তর করতে। নতুবা ৫ হাজার কৃষক পরিবার নানান অসুবিধার সমূখিন হবে। বিরাট ভাটিপাড়া গ্রামের কৃষক পরিবারের তরুণ প্রজন্ম ও যুবকের মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন।