January 15, 2025, 2:57 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এবছর জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সুজানগর পৌরসভা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পৌরসভা হওয়ার গৌরব অর্জন করায় সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ পরিচালক মোখলেছুর রহমান সহ জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সুজানগর উপজেলা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।