March 18, 2025, 2:25 pm
বি এম মনির হোসেনঃ-
অদ্য ০৫-১০-২০২২ বুধবার রাত ৯টা বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরিশাল জেলাধীন গৌরনদী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ,উজিরপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাইদ নান্টু, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গৌরনদী থানার অফিসার ফোর্স এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি সুশৃঙ্খলভাবে ও উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দিয়ে আবহমান বাংলার ঐতিহ্য অনুযায়ী সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দূর্গোৎসব পালনের জন্য উপস্থিত সবাইকে আহবান জানান।