April 22, 2025, 7:03 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
মানবসেবায় অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী।
সোমবার রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শাপলা সংঘের উদ্যাগে সার্বজনীন শারদীয় দুর্গাৎসবে এ সম্মাননা প্রদান করা হয়। এটি গ্রহণ করেন নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। শাপলা সংঘের সভাপতি ডাঃ টিটু কুমার নাথের সভাপতিত্বে ও সঞ্চয় কুমার নাথের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রৌশন আরা রুজি। প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। প্রধান বক্তা ছিলেন ইউপি মেম্বার আলহাজ্ব খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরীর পক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙি বিতরন করা হয়।
সম্মাননা ক্রেস্ট প্রদানকালে নেতৃবৃন্দ বলেন- নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন দীর্ঘদিন পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পক্ষে কাজ করছে। তাদের এ ধরনের কাজ খুবই প্রশংসনীয় একটি কাজ। মানবতার কল্যাণে ড. জুলকারনাইন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।