February 5, 2025, 6:02 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ২শত পিচ ইয়াবা ও ২শত গ্রাম গাজাসহ হাসান খাঁ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাত ১১ টার দিকে এ এস আই নাসির উদ্দীন আহম্মেদ গোপন সংবাদে অভিযান চালিয় তাকে আটক করেন। সে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সামনে খরিদ্দারের কাছে মাদক বিক্রি করতে আসলে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ও গাজা
উদ্ধার করে। সে তালা থানার খলিল নগর গ্রামের কাসেম খাঁর ছেলে। ওসি জিয়াউর রহমান জানান ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মামলা হয়েছে।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।