February 5, 2025, 7:50 am
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি ও
পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবছারের নেতৃত্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসয় তার সাথে আওয়ামীলীগ,যুবলীগ ছাএলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলার আহবায়ক সৈয়দ নুরুল আবচার বলেন,আমাদের নেত্রী আমাদের অহংকার। একজন শেখ হাসিনা বাংলার ১৮ কোটি মানুষের স্বপ্নের ঠিকানা।যার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।যিনি সকল ষড়যন্ত্র কে পিছনে ফেলে বাংলার মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, তিনি বাংলার মানুষের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি সারা বিশ্বের বিস্ময় ,আমাদের মহান নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।