February 15, 2025, 6:50 pm
মহিউদ্দীন চৌধুরী,নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জসীমুল আনোয়ার খান।সম্প্রতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গলী স্বাক্ষরিত স্মারক মূলে আগামী ২ বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে দাতা জসীমুল আনোয়ার খান সভাপতি হিসেবে নির্বাচিত হন। পদাধিকার বলে প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান কে করা হয়েছে সদস্য সচিব । সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন নাছিরুল আনোয়ার খান, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফিয়ারু খান ও দেলোয়ার হোসেন খান। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রোজিনা আকতার , সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে মোস্তাক আহমদ কুতুবী, দেবাশীষ বড়ুয়া এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য করা হয়েছে মেরি মল্লিককে।
চিঠিতে আরো বলা হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী চালানোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধিমালা ২০০৯ এর প্রবিধান ৭ ও ৮ অনুসারে গঠিত কমিটিকে প্রথম সভার তারিখ হতে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হল।নব কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খান বলেন, আমার উপর আস্থা রেখে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কতৃপক্ষ যে গুরু দায়িত্বটি অর্পন করেছেন তা আমি আমার সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করব কমিটির সবার সাথে সমন্বয়ের মাধ্যমে।এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শিল্পপতি জসিমুল আনোয়ার খান পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পৃথকভাবে বিবৃতিতে অভিনন্দন জানান।