February 15, 2025, 4:53 pm
নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী
ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শনে আসেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য বাবু বিজন চক্রবত্তী,ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রণবীর ঘোষ(টুটুন),ইউ.পি সদস্য বাবু রনধীর চক্রবত্তী,মোঃ শফিউল আলম, ইউ.পি সদস্যা রিংকি দেব,ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গোৎসবের সভাপতি ত্রিদীপ কুমার দে,সাধারন সম্পাদক জুয়েল দাশ,অর্থ সম্পাদক সমীর চৌধুরী,পূজা পরিষদের নেতৃবৃন্দ শিবু দেব,দোলন চৌধুরী,রুপক হোড়,সুজন সর্দ্দার সহ আরো অনেকেই।