খাগড়াছড়িতে নানা আয়োজনে নারী ফুটবলার ও কোচ বরণ

(রিপন ওঝা,খাগড়াছড়ি)

খাগড়াছড়িতে পার্বত্য খাগড়াছড়িবাসী তিন কৃতি ফুটবলার আনাই- আনুচিং- মনিকা ও নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে ছাদখোলা জীপ ও মোটর শোভাযাত্রায় বরণ করে নিয়েছে।

তবে আজ শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকাল সোয়া ৯টার দিকে রাঙ্গামাটি থেকে সড়ক পথে খাগড়াছড়িতে গোলাবাড়ি ঠাকুরছড়া পর্যন্ত পৌছালে সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাফজয়ীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত করে।
খাগড়াছড়ি গোলাবাড়ি ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুল দিয়ে বরণ করার পর সুসজ্জিত একটি ছাদখোলা জীপে করে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে খাগড়াছড়ির গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ি স্টেডিয়ামে উন্মুক্ত মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। সাফজয়ী ফুটবল কন্যাদের অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির মেয়েরা আমাদের অহংকার। আমাদের মুখ উজ্জ্বল করে আমাদের মেয়েরা ঘরে ফিরেছে। জেলাবাসী তাদের সাদরে বরণ করেছে। তাদের দেখে নতুনরা অনুপ্রানিত হবে বলে আমার বিশ্বাস।
জেলা ক্রীড়া সংস্থাসহ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা আযম, বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমা ও কৃতি ফুটবলার মনিকা চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

ইতিমধ্যে সাফ চ্যাম্পিয়নশীপে নেপালের কাঠমান্ডু জয় করে দেশে ফিরে আসেন এবং স্বনামধন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন সংগঠন সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপাজয়ী নারীদের সম্বর্ধনাসহ নগদ পুরস্কার অর্জন করেছে। তেমনি খাগড়াছড়িতেও আজ জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ঘোষিত তিন নারী ফুটবলার ও কোচকে নগদ ১লক্ষ করে নগদ অর্থের পুরস্কার দেয়া হয়েছে।

তবে লক্ষ্মনীয় যে লেডি বাইকাররাও এ রিসিপশনে স্বতঃফুর্ত অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *