January 21, 2025, 12:14 pm
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা”মহালছড়ি উপজেলা কৃষকলীগ”- এর ৭১জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
উক্ত এ কমিটি ২৭জুলাই মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,
সম্মানিত অতিথি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ কৃষকলীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ সদস্য মোতাহের হোসেন চৌধুরী ও সকল ইউনিয়ন হতে আগত দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৩জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।
তবে অভিভাবক সংগঠন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে ৩০সেপ্টেম্বর জেলা কার্যালয়ে সন্ধ্যা ৭.০০ঘটিকায় আগামী ৩বছরের জন্যে অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, সহসভাপতি পদে মোঃ আলিম,মোঃ হাফিজুর রহমান, মোঃ মালেক মিয়া,কিরণজয় ত্রিপুরা,কালায়ন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কুরাইশিন,জয় চৌধুরী,মোঃ আনোয়ার হোসেন(মেম্বার),সাংগঠনিক সম্পাদক পদে সোনাবরণ চাকমা, ধনঞ্জয় চৌধুরী জয়,মংশিনু মারমা, মোঃ নাজিম উদ্দিন,অর্থ সম্পাদক বাপ্পারাজ মহাজন,দপ্তর সম্পাদক বিপু চাকমা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুভাষ বণিক ও মুবাছড়ি ইউনিয়ন হতে মহিলা বিষয়ক সম্পাদক শ্যাংথুইমা মারমা(সংরক্ষিত নারী সদস্য) পদায়িত হয়েছে।
কমিটি অনুমোদিত হওয়ার পরে জেলা কৃষকলীগ আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা,যুগ্ম আহ্বায়ক টারজান বড়ুয়া, সদস্য সুমন রুদ্র উপস্থিতিতে মহালছড়ি উপজেলা কমিটি হস্তান্তরেে পূর্বে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করা হয়।