September 17, 2024, 2:52 pm
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী, অনুষ্ঠীত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ড দলিয় কার্যালয়ের সামনে কেককাটা শেষে বর্ণাঢ্য র্যালী ও
শোভাযাত্রা বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.হারিছুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহামেদ হারুনর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন,
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, ইউপি চেয়ারম্যান, আবদুর রব সরদার, আবদুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম,
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু, মো.মাসুম মল্লিক খোকন,
আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নান্টু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান,
সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি,
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু,
সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদেও সাবেক ভিবি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, মো.মিলন খলিফা, মো. সাখাওয়াত হোসেন সূজন,
সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.স্বপন হাওলাদার-প্রমূখ।
অপরদিকে-গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদে দুপুরে কেক কাটা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।