January 14, 2025, 11:15 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোন সংবাদ পরিবেশন না করার আহবান জানিয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘এমন রিপোর্ট করবেন না যেটা মানুষের মধ্যে বা সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকেও আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে আমি অনুরোধ জানাচ্ছি।সাংবাদিক সমাজের উদ্দেশ্যে ওসি বলেন, ‘আপনাদের বলবো আপনারা দায়িত্বশীলতা নিয়ে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন। কারণ, এই রিপোর্টগুলো অনেক সহযোগিতা করে।’
সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকালে তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন পত্রিকায় অনেক সময় অনেক ঘটনা আসে সেসব রিপোর্ট পড়ে সাথে সাথে আমরা অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার মাদক,সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মোলক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি।তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সকলকে আহবান জানান।
তিনি বলেন, ‘অনেক সময় আপনারা অনেক ঝুঁকি নিয়ে রিপোর্ট করেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
সাপ্তাহিক আবির পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ইউছুফ খান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন-‘সাংবাদিকতায় আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখিতা চাই এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে যেন এটা হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোন দেশের কল্যাণ আনতে পারে না। বরং ক্ষতি করে।’
তিনি বলেন, ‘সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই সমাজের দর্পণ যেটা হবে, সেটা চিন্তা চেতনায় এবং দেশপ্রেমে যেন উদ্বুদ্ধ হয়। তাঁদের ভেতর মানবতাবোধ যেন থাকে। তাঁরা যেন মানুষের কল্যাণে কাজ করে।’
সাপ্তাহিক আবির পত্রিকার বার্তা সম্পাদক আরিফ রববানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন ‘একটা সময় আমাদের দেশে ছিল যতই দুর্নীতি হোক যতই অন্যায় হোক সেগুলোকে ধামাচাপা দেওয়া হোত। আর সমস্যাগুলো-ঐ যে কথায় বলে যে-কার্পেটের তলে লুকিয়ে রাখা। বর্তমানে তা হতে পারেনা। আপনারা দুর্ণীতি -অনিয়মের নিউজ করুণ,যেখানে অন্যায় সেখানেই প্রতিহত করুণ,যদি আমার থানার কোন অফিসার অনিয়ম করলে সেটাও লিখবেন,তাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। তিনি বলেন, ‘যেখানে যা রিপোর্ট হচ্ছে বা আমরা খবর পাচ্ছি, কোথাও কোন দুর্নীতি বা অন্যায় হলে, মাদক ব্যবসা চললে তার ব্যবস্থা নিতে পারি, আমরা চিন্তা করি, এখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন- বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ হিসাবে কাজ করছে। কোন মাদক,অপরাধ,অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, কৃষক-শ্রমিক জনতা লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আবির পত্রিকার প্রকাশক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন রিতু,সহকারী সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জল। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান খান আরজু,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক প্রিন্স দুলাল,জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ, ময়মনসিংহ টিভির সুমন ঘোষ,জাতীয় সাংবাদিক সংস্থা মহানগর শাখার সাধারণ সম্পাদক নেপাল ধর,সাংবাদিক ফাহাদ,লিটন,সামিয়া আক্তার লাভলী প্রমূখ।