December 26, 2024, 6:51 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
মুন্সিগঞ্জে শান্তিপূর্ণ বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন কে হত্যা ও বিএনপি এবং যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা যুবদল।
শনিবার(২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পৌর শহরের রেলষ্টেশন এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরে মওলা পলাশ,জেলা যুবদলের সদস্য হারুনুর রশীদ জুয়েল,জেলা যুবদলের সদস্য আবু সাহেদ সোহেল,এফতাদুল হক, ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।