January 22, 2025, 1:25 am
বি এম মনির হোসেনঃ-
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসন্মত শিক্ষা-এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে উপজেলা পর্যায়ে মীনা দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্তরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির, লাখেরাজ কসবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুবউদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।