ঝিনাইদহে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফসিয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শহরের হামদহ মোল্লাপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফসিয়ার (বাকপ্রতিবন্ধি ) পেশায় একজন রাজমিস্ত্রি ও মোল্লাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।এলাকাবাসী জানায়, সকালে নিজ ঘরে বিছানার উপর গলায় গামছা পেচানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারন জানা যাবে।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *