March 24, 2023, 12:11 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার মামলার আসামী স্বামী রুবেলকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
থানা পুলিশ মামলা এজাহার হিসেবে নিয়ে রুবেল বেপারীকে গ্রেফতার করেছে। মামলার এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা বাহাদুরপুর গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে রুবেল বেপারী ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া করে আসছিল। স্বামীর পরকীয়ায় স্ত্রী ইতি বেগম বাধা দিলে তার উপর প্রতিনিয়ত নেমে আসে শারীরিক নির্যাতন। এঘটনা নিয়ে পুনরায় মঙ্গলবার রাতে রুবেল বেপারীর সাথে স্ত্রী ইতির ঝগড়াঝাটির এক পর্যায় ইতিকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে। পরে স্বামী রুবেলসহ পরিবারের অন্য সদস্যরা মিলে হত্যার উদ্যেশে ইতি বেগমের মুখে বিষ ঢেলে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ইতিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয়, স্হানীয়, অনলাইন সংস্কারের একটি সংবাদ প্রকাশ হয় এবং ইতি’র পিতা মোস্তাফা সরদারকে থানায় এসে হত্যার চেষ্টার অভিযোগে থানা মামলা দায়ের করে। মামলার সাথে সাথে ইতির স্বামী রুবেল বেপারীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত
রুবেল বেপারীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।