November 5, 2024, 2:27 am
স্টাফ রিপোর্টারঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের পুত্র উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক,জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার বিষয়ক সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য,ঢাকা মিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন,দৈনিক যায়যায়কাল পত্রিকার জেলা প্রতিনিধি,দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান,দৈনিক নতুন বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার,রাজশাহী থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক সোনার দেশ,দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার ও আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি চ্যানেল (TIMES 24TV) টাইমস টুয়েন্টিফোর টিভি এবং (International television-itv) আইটিভি’র জয়পুরহাট জেলা প্রতিনিধি,সাংবাদিক নিরেন দাসের মেজ ভাই আক্কেলপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাসের একমাত্র কন্যা ও সাংবাদিক নিরেন দাসের একমাত্র ভাতিজি’র আজ শুভ জন্মদিন।
সাংবাদিক নিরেন দাস তার ভাতিজি’নিদ্রা’র শুভ জন্মদিনের শুভ কামনা করে তার ভাতিজি’নিদ্রা’র আগামী পথচলা শুভ ও মঙ্গল হোক এমন প্রত্যয় ব্যক্ত করে দেশ-বিদেশের সাংবাদিক মহলসহ দেশওবাসী তথা সকলের নিকট আশির্বাদ ও দোয়া চেয়েছেন সাংবাদিক নিরেন দাস।