July 6, 2025, 6:09 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। রবিবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৪১ বছর বয়সী গ্রেপ্তার মো. ছানাউল্যাহর বাড়ি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে।
র্যাব-১১-এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান সোমবার দুপুরে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।র্যাব জানায়, ২০১২ সালে ছানাউল্যাহ কয়েকজনকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল স্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানি খোলেন। অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের কাছ থেকে সে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নেন। এরপর আত্মগোপনে চলে যান। এ ঘটনায় আদালতে মামলা হলেও পুলিশ দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ পায়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘদিন পর গোপন তথ্যের ভিত্তিতে ছানাউল্যাহকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’