January 3, 2025, 6:11 am
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সুধীর রায়কে সভাপতি ও সেলিম সরদারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার মৎস্যজীবীদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহসভাপতি মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ (স্বপন তালুকদার), উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার, সহসভাপতি খলিলুর রহমান বালী, সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ্, সোহেল রানা ও সেলিম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
বানারীপাড়া, বরিশাল।