November 12, 2024, 10:45 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন বরিশাল ২ আসনের এমপি মোঃ শাহে আলম। ১৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় সলিয়া বাক পুর ইউনিয়নের চৌয়ারিপাড়া ঈদগাহ লেকে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আ.রব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ডা.খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার।
“নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বিল, প্রাতিষ্ঠানিক পুকুর, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুলের পুকুরে পোনা মাছ বিতরন করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া বরিশাল প্রতিনিধি।।