April 19, 2025, 8:56 am
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে একযুগ পেরিয়ে ১৩ তে পা রাখলো দৈনিক তরূন কন্ঠ। সেখানে সভাপতিত্ব: করেন রূহুল আমিন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌরসভার মেয়র জনাব সিরাজুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ক্ষেতলাল অফিসার্স ইনচার্জ রউশন ইয়াজদানি।উপস্থিত ছিলেন আলহাজ্ব দুলাল মিয়া সরদার। এবং তুলশীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা।কাউন্সিলর ক্ষেতলাল পৌরসভা ১ নং ওয়ার্ড শামছুল আলম মৃধা।এবং উপস্থিত ছিলেন দৈনিক তরূন কন্ঠ উত্তরাঞ্চল প্রতিনিধি: মোহাম্মদ আলী।
উক্ত অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।