May 30, 2023, 9:45 pm
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বানারীপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার কে ১নং ওয়র্ডের পৌর কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন লাঞ্চিত করেন। এর প্রতিবাদে কাউন্সিলরের বিরুদ্ধে শুক্রবার ১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বানারীপাড়া পৌরসভার সামনে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন করে। এ সময় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন মৃধা, মৎস লীগের নেতা আ: সালাম সহ শ্রমিকলীগ ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শ্রমিকলীগ সম্পাদক সুলতান হোসেন জানান, বুধবার ১৪ সেপ্টেম্বর রাত দশটার দিকে মৎস্যজীবী সংগঠনের কমিটির সুপারিশ করাকে কেন্দ্র করে বানারীপাড়া উত্তরপার বাজারের একটি চায়ের দোকানে শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারকে ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার ও তার দল বল নিয়ে লাঞ্চিত করে। এজন্য তারা মানববন্ধন করেছেন।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার জানান, শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার সাহেবের সাথে সামন্য কথাকাটি হয়েছে। তাকে লাঞ্চিত করা হয়নি।#