December 5, 2023, 3:48 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১ লোগাং ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের এর সাবেক মেম্বার ও সমাজ সেবক মুনিন্দ্রলাল ত্রিপুরার গর্ভধারণী পূজনীয় মাতা শ্রীমতি কমলি ত্রিপুরার আন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় লোগাং ইউনিয়ন এর নীলাধন কার্বারী পাড়ায় সকল সন্তান ও পরিবার বর্গদের আয়োজনে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনার্থে অন্তেষ্টিক্রিয়া উপলক্ষে পানছড়ি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গকে নিয়ে শাকান্ন ভোজ এর আয়োজন করেন। এর পূর্বে ১৫ই সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার সারারাত ব্যাপী মহাভারত পাঠ ও হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়।
শোকার্থে, স্বামী: কেশব কুমার ত্রিপুরা,পুত্র: নগন্দ্রে লাল ত্রিপুরা,হেমন্ত কুমার ত্রিপুরা পুত্র: ললেন্দ্র লাল ত্রিপুরা,ললিত ভূষণ ত্রিপুরা, মুনিন্দ্র লাল ত্রিপুরা।
পুত্রবধু: বালাতি ত্রিপুরা, অরুণা দেবী ত্রিপুরা, স্বপ্না দেবী ত্রিপুরা, মল্লিকা ত্রিপুরা, অঞ্জু রাণী ত্রিপুরা ও নাতি-নাতনি
উল্লেখ্য: গত ০৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি:, রোজ রবিবার, বেলা ১২.২১ মিনিটে আমাদের পরম পূজনীয় মাতা শ্রীমতি কমলি ত্রিপুরা “মমতাময়ী মা” ইহকালের সকল মায়া ত্যাগ করে স্বামী, পুত্র, পুত্রবধু অসংখ্য নাতি-নাতনীদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পরলোক গমন করেন।