February 15, 2025, 7:35 am
তরিকুল ইসলাম তরুন।
নিজেস্ব প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয় গত ১০ ই সেপ্টেম্বর। এতে এগার জন সদস্য অংশ গ্রহন করে পাচ জন নির্বাচিত হয়।নির্বাচনী আইনে সাত কার্যদিবসের মধ্যে ঐ স্কুলের প্রধান শিক্ষক সদস্যদের নোটিশ প্রধান করে সভা অনুষ্ঠিত করে সভাপতি নির্বাচিত করার কথা রয়েছে। কিন্তু প্রধান শিক্ষকের পছন্দের লোককে নির্বাচিত সদস্যরা পছন্দ করেন না, বিষয়টি প্রধান শিক্ষক আচ করতে পেরে নোটিশ দিয়ে এলাকার গন্যমান্য ও সদস্য দের স্কুলে এনে প্রধান শিক্ষক শাহআলম প্রধান গেইটে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সভা বন্ধ রাখেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শাহআলম সাংবাদিকদের জানান উপরের নির্দেশনায় বিদ্যালয়ে সভা বন্ধ। সভাপতি নিয়োগ বিষয়ে তিনি বলেন নির্বাচন কমিশন আসতে পারবেনা বলে ফোন কেটে দেন।নির্বাচন কমিশন মুরাদনগর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান ব্যাক্তিগত কারনে তিনি আসতে পারবেন না,এতে এলাকায় সাধারণ জনগন ও নির্বাচিত সদস্যরা ক্ষোভে ফেটে পরেন।দাতা সদস্য আবদুল হান্নান সহ এলাকার জনগন বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যালয়ের প্রধান ফটকে। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন নির্বাচিত সদস্য আবু বক্কর ছিদ্দিক, মোঃরফিকুল ইসলাম, মোঃছন্দু মিয়া, সুমা রানী দেবী,এম এ হান্নান, ইউ সদস্য দুলাল মিয়া,খালেকুজ্জামান সেলিম , সাবেক সদস্য আলাউদ্দিন,চঞ্চল,এডঃফারুকুল ইসলাম চৌধুরী, মোঃজুয়েল,সাত্তার মেম্বার সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।এসময় বক্তারা বলেন আইনের বাহিরে কিছু হতে দেবনা,প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন সদস্যদের মতামতের ও ভোটের মাধ্যমে সভাপতি হবে কারো কথায় নয়।