December 3, 2024, 9:23 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে পূজাকে সামনে রেখে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির ঊক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান প্রমুখ। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, আ,লীগ নেতা গোলাম রসুল বকুল,উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, নারী সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে আহবান জানানোর পাশাপাশি আসন্ন পূজা উদ্যাপন উপলক্ষে বিশেষ সর্তক থাকার জন্য সভায় বেশি গুরুত্বারোপ করা হয়। এছাড়া আলেম-ওলামা, সনাতনীধর্মের সাধু-পুরোহিত,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,পেশাজীবি,ছাত্র,যুব, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ করারও সিদ্ধান্ত নেয়া হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।