February 15, 2025, 3:39 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে ২৫ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃ নজরুল ইসলাম,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম টু রংপুর গামী ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার মহাসড়কের উপর আসিলে ডিউটিরত অফিসার প্রাইভেট কারটি সংকেত দিলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পুলিশের দেয়া সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে টোল প্লাজা হইতে পালানোর উদ্দেশ্যে চলে যায়। তখন বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপ যোগে উক্ত প্রাইভেটকার টিকে ধাওয়া করিলে প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক/মালিক টোলপ্লাজা হইতে অনুমান ৩০০ গজ দক্ষিনে রংপুরগামী পাকা রাস্তার উপর বাম পার্শ্বে প্রাইভেটকারটি রাখিয়া পালাইয়া যায়। সেখানে উপিস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে পলাতক চালক আসামীর ফেলে যাওয়া উক্ত প্রাইভেটকারটি প্রাইভেটকারটির পিছনের ডালার ভিতর হইতে ৬ পোটলা মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি পোটলা লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা রংয়ের কসটেব পেঁচানো ও পাটের সুতলী দ্বারা বাঁধা অবস্থায়, যাহার প্রতিটি পোটলার ওজন ০৪ কেজি ৪০০ গ্রাম করে, যাহা সর্বমোট (৪.৪০০×৬)=২৬ কেজি ৪০০ গ্রাম (যাহা আমার সাথে থাকা ডিজিটাল পরিমাপ যন্ত্র দ্বারা পরিমাপ করা), যাহার মধ্যে প্রতিটি পোটলায় গাঁজার ওজন (৪.২০০×৬)=২৫ কেজি ২০০ গ্রাম, এবং পলিথিন, কসটেপ ও সুতলির ওজন (২০০×৬)= ০১ কেজি ২০০ গ্রাম, মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৯৯২৮, চেচিস নং-EE111-5017330, ইঞ্জিন নং-4E-FE, ঘটনাস্থলে থেকে জব্দ করেন। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-২২, ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান ডিউটিরত অবস্থায় বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে ২৫ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।