December 14, 2024, 6:29 am
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি উপজেলার দুটি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় -২২ আরম্ভ হয়েছে।
তবে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা রাখা হয় নি। এমসিকিউ পরীক্ষার সময় ২০মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ঘণ্টা ৪০ মিনিট। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং অপর কেন্দ্রে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থী রয়েছে। উভয় কেন্দ্রে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।