December 3, 2024, 9:16 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ রুখতে কঠোর অব¯ান নিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পুশ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বুধবার উপজেলার কাশিমনগর ও প্রতাপকাটী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান চিংড়িতে পানি পুশ করা এবং অস্বা¯্যকর পরিবেশে চিংড়ি মজুদ এবং সরবরাহ করার অপরাধে ৬জন চিংড়ি ব্যবসায়ীকে ৭১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপ¯িত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চ ল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।