September 14, 2024, 11:04 pm
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহ- সভাপতি রাহাদ সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র নির্বাচন ও রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলমের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া বরিশাল প্রতিনিধি।