November 6, 2024, 6:53 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান জেলা পরিষদ প্রশসক অধ্যাপক ইউছুফ খান পাঠান । এর আগে গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় অধ্যাপক ইউছুফ খান পাঠানকে দ্বিতীয় বার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয় ।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক এনামুল হক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক ইউছুফ খান পাঠান এর সাথে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল (ভিপি রাসেল) ময়মনসিংহ পৌর আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারণ সাদেক খান মিল্কি টজুসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।