June 3, 2023, 9:36 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে দীর্ঘ মতবিনিময় করা হয়। এই সময় পূর্বের তুলনায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাসপাতাল ডাঃঅনুতোষ চাকমাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে অনেক সময় ইমারজেন্সিতে চিকিৎসক না থাকা ও ডাক্তার, নার্সদের আন্তরিক ব্যবহার এর ঘাটতি থাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে আরও গুরুত্বের সাথে দেখার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
এই মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার সভাপতি হারুনর রশীদ, সহ সভাপতি মতিউর রহমান, প্রচার সম্পাদক মিঠুন সাহা,সদস্য জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।