January 2, 2025, 7:02 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল খেলা ও অন্যান্য খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টায় তারাগঞ্জ বালিকা স্কুলএন্ড কলেজ মাঠে বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী , মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন , আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।