November 12, 2024, 10:22 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬০ – তম সাহিত্য বৈঠক গতকাল ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। ছড়া পাঠ করেন কবি, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, হেলেন আরা সিডনী, আবু নাসের সিদ্দিক তুহিন, জয়িতা নাসরিন নাজ, এড.মাসুম হাসান, আব্দুছ ছালাম, কাব্য রাসেল, পূর্ণিমা রাজ, মীরা রায়, শাহিদা মিল্কি, খন্দকার মাহফুজার রহমান, লুৎফর রহমান সাজু। কবিতা আবৃত্তি করেন, আব্দুল কুদ্দুস, নীরেশ মুখার্জী, হাসনা হেনা বেগম রোজী, মনিরা আকতার, মামুন উর রশিদ, সুমাইয়া শুধু, আফরোজা বেগম। প্রবন্ধ পাঠ করেন সুফি জাহিদ হোসেন। সাংগঠনিক আলোচনা করেন পরিষদের সাধারণ সম্পাদক এড.জাকিয়া সুলতানা চৈতী। শুভেচ্ছা কথা বলেন শ ম আমজাদ হোসেন সরকার, সাংবাদিক শাহ আলম, সালমা হোসেন। সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, সুফি জাহিদ হোসেন, ডা. মফিজুল ইসলাম মান্টু, রওশন আরা সোহেলী। বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন কবি ও বাচিক শিল্পী আব্দুছ ছালাম। সাহিত্য বৈঠকটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি তাজুল ইসলাম।