November 5, 2024, 5:46 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচীব সাদ্দাম হোসেনের টিউমার অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে কপিলমুনি বে-সরকারী ক্লিনিক স্বপ্ননীলে ডাক্তার শরিফুল ইসলাম এ অপারেশন করেন। তিনি দীর্ঘদিন বাম পাজরের টিউমারের জন্য মারাত্মক অসুস্থ ছিল। তার অপারেশনের সময় তাকে পাশে থেকে সাহস যোগান উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলে নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আসলাম পারভেজ,সাধারণ সম্পাদক এসএম এনামুল হক,শেখ সাদেকুজ্জামান,শেখ সামছুল আলম পিন্টু, আনোয়ারুল ইসলামযুবদল উপজেলা আহবায়ক তোহিদুজ্জামান মুকুল,সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মজিএম মিজানুর রহমান,শেখ আব্দুল গফুর, আবু তালেব,লিপটন হোসেন,মাসুদ পারভেজ, আমিরুল ইসলাম,ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ ও শারমিন রহমান প্রমুখ।