March 25, 2025, 10:35 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা আকতার বানু আর নেই। ইন্নালিল্লাহে.. রাজেউন।
৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত আজিজ চৌধুরীর মেয়ে ও ধামইরহাট সদরস্থ্য মোজাম্মেল হক সরকারের স্ত্রী সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষিকা আকতার বানু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান। ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় মরহুমার নিজ গ্রামে জানাযা শেষে কবরস্থ করা হয় ধার্মিক শিক্ষিকা আকতার বানুকে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও মেয়ে জামাইসহ অস়ংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার জানাযায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, জামাতা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড.ফিজার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুলসহ বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আত্নীয়-স্বজন, বিভিন্ন শিক্ষার্থীগণ অংশ নেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।