January 2, 2025, 8:37 pm
নিজস্ব প্রতিেদদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সকল দপ্তরের প্রধাগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, বিভিন্ন
সম্প্রদায়ের প্রধানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সামাজিক সম্প্রতির বিষয়ে মতবিনিময় সভা ও মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্তরে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ (গোদাগাড়ী তানোর) অসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় সন্ত্রাস সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলা প্রয়োজন। যেসব ধর্মীয় প্রতিষ্ঠান, গোষ্ঠী, দল ও ব্যক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তাদের ব্যাপারে নজরদারি করতে হবে। তাদেরকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। বর্তমান সরকারের উন্নয়নে বেসামাল হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছেন সবাইকে ঐক্যভাবে এদের ব্যপারে সর্তক থাকার আহ্বান জানান।
মোঃ হায়দার আলী
রাজশাহী