বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনো বাস

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
পদ্মা সেতু চালু হওয়ার কিছুদিন পরথেকে ঢাকা থেকে ছেড়েআসা কোনো বাস বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে বরগুনা শহরে ঢুকতে দেয়া হচ্ছেনা।

কোনো ফেরি ছাড়া বরগুনা জেলা শহরে প্রবেশের একমাত্র সুগম পথ হলো বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়ক। বিগত কয়েক বছর ধরে এই রুটে নিয়মিত ঢাকা-বরগুনার বাস চলাচল করে আসছিলো।

বর্তমানে ঢাকার কোন বাস বরগুনায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে বাস মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুরো মাসব্যাপী চলতে থাকা রূপাতলী-বাকেরগঞ্জ রুটে কোন বাস না চলায় চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার যাত্রীরা।

অভিযোগ রয়েছে, রূপাতলী, বাকেরগঞ্জ, পটুয়াখালী বাস মালিক সমিতি সিন্ডিকেট করে রুট পারমিটের অজুহাত তুলে বাকেরগঞ্জ-বরগুনা রুটে বাস প্রবেশ করতে দিচ্ছে না। পুরো আগস্ট মাস ধরে এমনটা চলেছে। এর মধ্যে প্রবেশ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন বাসচালকরা। সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার বাসযাত্রীরা।

বরগুনার মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু চালু হলে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে যাত্রীরা বরগুনা আসবে। কিন্তু সিন্ডিকেটের করনে সে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে রূপাতলী বাস মালিক সমিতি। এমনটাই জানালেন বাস চালক ও যাত্রীরা।
যাত্রী ও চালকরা আরও জানান, বাকেরগঞ্জ পয়েন্টে লোকজন দিয়ে প্রতিদিন বাস মালিক সমিতি ঢাকা থেকে ছাড়া বরগুনাগামী বাসগুলোকে ফিরিয়ে দিচ্ছেন। তাই বাধ্য হয়ে যাত্রী নিয়ে পটুয়াখালী- আমতলী রুটে আমতলী ফেরি পাড় হয়ে বরগুনায় প্রবেশ করতে হচ্ছে।

অতিরিক্ত পথ ঘুরে আসায় যাত্রীদের ভাড়া যেমন বেশি গুণতে হচ্ছে তেমনি ৩ থেকে ৪ ঘণ্টা বেশি সময়ও লেগে যাচ্ছে। এতে করে বিপাকে পড়ছেন যাত্রীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরো কয়েকগুণ বেড়ে যায়। সময় কিছুটা বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে যাত্রীদের কখনো কখনো খেয়ায় উত্তাল পায়রা নদী পাড়ি দিতে হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *